বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির বিনিয়োগ

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)'র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান আলপেন বানিয়ান গার্মেন্টস বিডি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রায় ৯০ হাজার বর্গমিটার জমির উপর একটি পোশাক কারখানা স্থাপন করবে যেখানে বার্ষিক ৪ কোটি ৩০ লাখ পিস ওভেন ও নিট পোশাক প্রস্তুত হবে। পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হলে প্রতিষ্ঠানটিতে ১১,৯৯৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে ২৫ জুন ঢাকাস্থ বেপজা কমপেস্নক্সে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং আলপেন বানিয়ান গার্মেন্টস বিডি কোম্পানি লিমিটেডের পরিচালক লি. টিয়ানিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে এটিই প্রস্তাবিত সর্বোচ্চ বিনিয়োগ। বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে নির্বাচনের জন্য আলপেন বানিয়ান গার্মেন্টসকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, বেপজা তৈরি পোশাক এবং টেক্সটাইলসহ সকল খাতকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য স্বাগত জানায় তবে অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সসহ আইটি পণ্যের মতো বৈচিত্র্যময় খাতের আরও বেশি বিনিয়োগকে উৎসাহিত করে। বিজ্ঞপ্তি