সাতক্ষীরার মসলা বাজারে এক দিনের ব্যবধানে আদার দাম প্রতি কেজিতে ১০০ টাকা কমেছে। গত শনিবার কেজিপ্রতি ৪০০ টাকা দরে বিক্রি হওয়ার পর গত রোববার তা কমে কেজিপ্রতি ৩০০ টাকায় নেমে আসে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় আদার দাম কমেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী সপ্তাহ নাগাদ দাম আরও কমবে বলে মনে করছেন তারা।
রোববার সাতক্ষীরা সদরের সর্ববৃহৎ মসলা বাজার সুলতানপুর বড় বাজারের কয়েকটি আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে। বাজারের মসলা বিক্রয় ও আড়তদারি প্রতিষ্ঠান মেসার্স শাওন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফজর আলী বলেন, '?পাইকারি দাম কমে যাওয়ার পাশাপাশি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় আদার দাম কমেছে। ঈদের ১৫ দিন আগেও আদা বিক্রি হয়েছিল প্রতি কেজি ২৪০-২৫০ টাকা দরে। কিন্তু ঈদকে ঘিরে বাড়তি চাহিদার কারণে আদার দাম বেড়ে যায়। তবে দুদিনে আদার দাম কেজিপ্রতি অন্তত ১০০ টাকা কমেছে।'