ঢাকা মেট্রোরেল স্টেশনে প্রথম এটিএম সেবা চালু ইবিএলের
প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ডিজিটাল ব্যাংকিংসেবাকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) প্রথমবারের মতো ঢাকা মেট্রোরেল স্টেশনে এটিএম বুথ চালু করেছে। আগারগাঁও মেট্রোরেল স্টেশনে স্থাপিত ইস্টার্ন ব্যাংকের এই এটিএম থেকে মেট্রোরেল যাত্রীসহ অন্যরাও দিন-রাত ২৪ ঘণ্টা সেবা গ্রহণ করতে পারবেন। ২৪ জুন আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এটিএমটির উদ্বোধন করেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, কমিউনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উলস্নাহ চৌধুরী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক, কার্ড বিভাগ প্রধান তাসনিম হোসেন, ব্র্যান্ড বিভাগ প্রধান রিয়াদ ফেরদৌস, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মো. মেহদী হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। বিজ্ঞপ্তি