হিলিতে শুকনা মরিচের দাম কমেছে

প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কমেছে। বাজারগুলোয় পর্যাপ্ত সরবরাহ থাকায় এ মসলাপণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই শুকনা মরিচের যথেষ্ট সরবরাহ রয়েছে। এ বাজারগুলোয় সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের দাম কেজিতে প্রায় ৪০ টাকা কমেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনা মরিচের দাম ছিল ২৮০ থেকে ৩২০ টাকা। বর্তমানে তা কমে ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা আবুল হাসনাত বলেন, 'এ অঞ্চলের মধ্যে শুকনা মরিচের সবচেয়ে বড় মোকাম পঞ্চগড়। সম্প্রতি পঞ্চগড় থেকে শুকনা মরিচ বাজারে আসতে শুরু করেছে, যা দাম কমার পেছনে ভূমিকা রাখছে। এছাড়া কিছুদিন আগে দেশে কাঁচামরিচের দাম অনেকটাই কম ছিল, যার কারণে কৃষক তাদের উৎপাদিত কাঁচামরিচ শুকিয়ে সবাই শুকনা মরিচ করেছেন। সেসব শুকনা মরিচ এখন তারা বাজারে ছাড়তে শুরু করেছেন।' তিনি আরও বলেন, সরবরাহ বাড়ায় মোকামগুলোয় শুকনা মরিচের দাম এক সপ্তাহ আগে ছিল মণপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা। বর্তমানে তা কমে মণপ্রতি ৮ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মোকামে দাম কমায় খুচরা বাজারেও আমরা শুকনা মরিচ কম দামে বিক্রি করতে পারছি।