আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে

প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় ১৯ সেন্ট বা দশমিক ২৩ শতাংশ কমেছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৮২ ডলার ৫৬ সেন্ট। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) দাম গতকাল আগের দিনের তুলনায় ৩২ সেন্ট বা দশমিক ৪১ শতাংশ কমেছে। ব্যারেলপ্রতি মূল্য ৭৮ ডলার ৩০ সেন্টে নেমেছে। তবে শুক্রবার ব্রেন্ট ও ডবিস্নউটিআইয়ের দাম আগের দিনের তুলনায় কিছুটা কমলেও চলতি সপ্তাহে এসব বাজার আদর্শে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত সপ্তাহের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। এ বিষয়ে কমার্স ব্যাংকের বিশ্লেষক বারবারা ল্যামব্রেখট বলেন, 'প্রধান অর্থনৈতিক অঞ্চলগুলোয় অনিশ্চিত অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সামনের দিনগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের দাম আর বাড়বে না বলে ধারণা করা হচ্ছে।' এদিকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) সম্প্রতি এক পূর্বাভাসে জানিয়েছে, '২০২৯ সাল নাগাদ বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা সর্বোচ্চে পৌঁছবে। এ সময় জ্বালানি তেলের চাহিদা দৈনিক ১০ কোটি ৬০ লাখ হতে পারে।'