অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ বাস্তবসম্মত :রিহ্যাব

প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
জমি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ব্যয় কম হলে ক্রেতারা সঠিক মূল্য দেখাতে উৎসাহিত হবেন বলে মনে করছেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। বর্তমানে রেজিস্ট্রেশন ব্যয় অত্যধিক উলেস্নখ করে রিহ্যাব প্রেসিডেন্ট রিয়েল এস্টেট খাত থেকে রাজস্ব আদায়ের পদ্ধতি পরিবর্তন করার অনুরোধ করেন। বাজেট পাসের আগে জমি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ব্যয় ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানান রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় বাজেট ২০২৪-২০২৫ সম্পর্কিত রিহ্যাবের সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ সাবেক সংসদ সদস্য লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন এবং রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিলস্নাহ্‌, রিহ্যাবের পরিচালকরা ও রিহ্যাব প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির সদস্য অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ দেওয়াকে বাস্তবসম্মত ও সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন রিহ্যাবের প্রেসিডেন্ট। এ সিদ্ধান্তের ফলে আবাসন খাতে বিনিয়োগ আসবে, সরকারের রাজস্ব বাড়বে। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখায় মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রিহ্যাব নেতারা। বিজ্ঞপ্তি