বাজেটের সঠিক বাস্তবায়নই মূল বিষয় :গ্রাসরুট উইমেন এন্ট্রাপ্রেনারস

প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
অনেক সমস্যার মধ্যে এবারের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট গুরুত্বপূর্ণ। মহামারি ও ইউক্রেন যুদ্ধের পর সার্বিক অর্থনীতির গতি কোন পথে এগোবে কিংবা কোথায় পৌঁছাবে, তা-ই এখন প্রধান বিষয় বলে মনে করে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্ট্রাপ্রেনারস বাংলাদেশ। সংগঠনের সভাপতি মৌসুমী ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, মোট বাজেটের যে পরিমাণ স্বাস্থ্য খাতে বরাদ্দ, তার অন্তত ৭০ শতাংশই ব্যয় হবে বেতন-ভাতা মেটাতে। যদিও হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোতে রোগী মারা যাওয়ার হার এখনো অনেক বেশি। যন্ত্রপাতির অভাবে সঠিক চিকিৎসা না পাওয়া মানুষের সংখ্যাও কম নয়। বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়, তার বেশির ভাগই যখন বেতন-ভাতায় চলে যায়, তখন সাধারণের কপালে তেমন কিছু জোটে না। এসব বিষয়ে জরুরি নজর না দিলে সার্বিক চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা আছে; সেই সঙ্গে চিকিৎসা নিতে দেশের বাইরে চলে যাওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে। গ্রাসরুট উইমেন এন্ট্রাপ্রেনারস বলেছে, এসএমই খাতের জন্য প্রকৃত অর্থে কতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে, তার চেয়ে বড় বিষয় হলো বরাদ্দ সঠিকভাবে, সঠিক জায়গায়, সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা। মহামারির সময় যে ধরনের পরিস্থিতি দেখা গেছে, তার বাইরে এসে উদ্যোক্তাদের টিকে থাকার লড়াই আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। সরকার মহামারির পরে যে বরাদ্দ দিয়েছিল, তা পুরোপুরি কাজে লাগানো যায়নি। এমনকি যে বরাদ্দ দেওয়া হয়েছিল, তার সঠিক ব্যবহারের মাধ্যমে মূলধারার অর্থনীতিতে যে ধরনের অর্থের আগমন হওয়ার কথা ছিল, তা হয়নি। তাই বরাদ্দ যতটুকুই হোক না কেন, সঠিক বাস্তবায়নে নজর দেওয়া জরুরি বলে মনে করেন মৌসুমী ইসলাম।