'আর্থিক সুরক্ষার লক্ষে গড়ে তুলি সচেতনতা' স্স্নোগানকে সামনে রেখে গত ৬ জুন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতা সপ্তাহ উপলক্ষে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী শাখার ব্যবস্থাপক এসএভিপি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের সেন্ট্রাল কাস্টমার সার্ভিসেস এন্ড কমপেস্নইন্ট ম্যানেজমেন্ট সেল এর হেড ও ভিপি সিজিএম আসাদুজ্জামান, এফএভিপি মুহাম্মদ আবদুল হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মো. ফাইসাল হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ আহমদ কুরাইশী চৌধুরী, ইসলামী ফাউন্ডেশনের সাবেক পরিচালক মো. আব্দুর রউফ, শাখার কর্মকর্তা এফএভিপি মো. তরিকুল ইসলাম, এসপিও মো. শহীদুল আলম, এসপিও মো. জামিরুল ইসলাম, এসপিও মো. সালাহ উদ্দিনসহ শাখার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্নস্তরের গ্রাহক।