শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ব্র্যাক ব্যাংকের ৩ হাজার বৃক্ষরোপণ

বিজ্ঞপ্তি
  ০৯ জুন ২০২৪, ০০:০০
ব্র্যাক ব্যাংকের ৩ হাজার বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সম্প্রতি জামালপুর জেলার শেখ হাসিনা পলস্নী উন্নয়ন একাডেমিতে ৩,০০০ গাছের চারা রোপণ করেছে ব্র্যাক ব্যাংক। উদ্ভিদ ও পরিবেশবিষয়ক অলাভজনক সংগঠন তরুপলস্নব-এর সহযোগিতায় পরিবর্তনশীল জলবায়ুর মাঝে টিকে থাকবে- এমন গাছ নির্বাচন করে একাডেমি প্রাঙ্গণে চারা রোপণ করে ব্যাংকটি। এগুলোর মধ্যে রয়েছে মহুয়া, কইনার, উদাল, পালাম, কুরচি, কনকচাঁপা, পলাশ, সোনালু, গাব, গোলাপজাম, কাউ, ঢাকিজাম, বৈলাম, জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, মাধবী, মালতী, অনন্তলতা, চিকরাশি, মাইলাম, মণিমালা, তেলসুর, রিঠা, নিশিন্দা, হাড়গজা, চামেলি, জাত বাটনা, ঝুমকাভাদি, বকুল, পুত্রঞ্জীব, স্থলপদ্ম, তেঁতুল, শিমুল, কানাইডিঙ্গা, সিভিট, রসুন্দিসহ বিভিন্ন প্রজাতির চারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে