রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ইবিএলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  ০৭ জুন ২০২৪, ০০:০০
ইবিএলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। দেশব্যাপী বিস্তৃত ইস্টার্ন ব্যাংকের ৮৫টি শাখা এবং ৩৬টি উপশাখা থেকে এই কর্মসূচি পালন করা হবে। বিভিন্ন স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পরিকল্পনা করা হয়েছে। ৬ জুন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত পেস্ন পেন স্কুলে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম 'ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা প্রতিরোধ' এর গুরুত্ব তুলে ধরে আলী রেজা ইফতেখার বলেন, "জলবায়ু পরিবর্তন এবং তাপ প্রবাহ মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশের জন্য। একটি দায়িত্বশীল ব্যাংক হিসেবে আমাদের অভ্যন্তরীণ উদ্যোগ, সবুজ বিনিয়োগ এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে একটি সবুজ ভবিষ্যৎ নিশ্চিতকরণে আমরা নিবেদিত।" পেস্ন পেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান, স্কুলের অধ্যক্ষ সরাবন তহুরা, শিক্ষক, শিক্ষার্থীসহ ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং সাস্টেইনেবল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম খোরশেদ আলম প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে