কার্ড সেবাকে আধুনিক, যুগোপযোগী ও আরও বিস্তৃত করার লক্ষ্যে মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। মাস্টারকার্ডের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক স্থাপনের অংশ হিসেবে প্রিন্সিপাল মেম্বার হিসেবে লাইসেন্স পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক। গত দুই জুন রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি'র হাতে লাইসেন্স তুলে দেন। এ সময় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী। এর ফলে মার্কেন্টাইল ব্যাংক ভিসা কার্ডের পাশাপাশি মাস্টারকার্ডের মাধ্যমেও গ্রাহকদেরকে পেমেন্ট সুবিধা দিতে পারবে। মার্কেন্টাইল ব্যাংকের সাথে মাস্টারকার্ডের এই সংযুক্তির ফলে গ্রাহকরা সারাবিশ্বের যেকোন স্থানে মাস্টারকার্ডের লোগো সংবলিত এটিএম বা পস মেশিনে লেনদেন করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউলস্নাহ, পরিচালকবৃন্দ- আলহাজ্ব মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল, শেয়ারহোল্ডার জালাল হোসেন খান এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও মাস্টারকার্ডের ডিরেক্টর জাকিয়া সুলতানা। বিজ্ঞপ্তি