আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়েছে

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
আন্তর্জাতিক বাজারে টানা তিন ধাপে কমে যাওয়ার পর গমের দাম আবার ঊর্ধ্বমুখী। রপ্তানিকারক দেশগুলো থেকে সরবরাহ কমে যাওয়ায় এ ভোগ্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সোমবার গমের দাম প্রতি বুশেলে (১ বুশেলে ৬০ পাউন্ড, ১ টনে ৩৬ দশমিক ৭৪ বুশেল) ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে প্রতি বুশেল গমের মূল্য দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৬ ডলার। এ বিষয়ে সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, 'কৃষ্ণ সাগরের পরিস্থিতির কারণে গমের দাম বাড়ছে।' অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম এক মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। খাতসংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রে সয়াবিনের বাড়তি রোপণ এবং দক্ষিণ আমেরিকা থেকে যথেষ্ট সরবরাহের কারণে সয়াবিনের দাম কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে সোমবার সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ কমেছে। এতে প্রতি বুশেল সয়াবিনের দাম স্থির হয়েছে ১১ দশমিক ৯৪ ডলারে। অন্যদিকে সিবিওটিতে ভুট্টার দামও আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি বুশেল ভুট্টার দাম ৪ দশমিক ৪৬ ডলারে নেমেছে।