শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

চিটাগাং চেম্বার নেতাদের সঙ্গে চট্টগ্রাম এওটিএস অ্যালুমনি সোসাইটির মতবিনিময়

  ০২ জুন ২০২৪, ০০:০০
চিটাগাং চেম্বার নেতাদের সঙ্গে চট্টগ্রাম এওটিএস অ্যালুমনি সোসাইটির মতবিনিময়

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইহুাস্ট্রি'র পরিচালকমন্ডলীর সঙ্গে চট্টগ্রাম এওটিএস অ্যালুমনি সোসাইটির প্রতিনিধিদল শনিবার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হয়। এ সময় চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, পরিচালক মাহফুজুল হক শাহ, বেনাজির চৌধুরী নিশান, মোহাম্মদ আকতার পারভেজ, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, চট্টগ্রাম এওটিএস অ্যালুমনি সোসাইটি'র সভাপতি লতিফ আনোয়ার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এ আর এম শামীম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, ট্রেজারার মোহাম্মদ রহিম উল্যাহ, পাবলিসিটি সেক্রেটারি এ এ মো. আনোয়ারুল আজিম চৌধুরী, আরঅ্যান্ডডি ও পাবলিকেশন সেক্রেটারি এ টি কায়সার আহমেদ চৌধুরী ও চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে সহ-সভাপতি সৈয়দ শাহ মো. কেরামাতুল আজিম, নির্বাহী সদস্যরা সৈয়দ নুরুল বাশার, মোহাম্মদ সাইফ উল্যাহ মনসুর, মো. কামরুল হাসান ও জাফর আহমেদ উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন-জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। দেশের আর্থসামাজিক উন্নয়নে জাপান সরকার উলেস্নখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছেন। দেশের মেগা প্রকল্প বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ উলেস্নখযোগ্য প্রকল্পে জাপানিরা কাজ করে যাচ্ছেন। এছাড়াও অ্যাসোসিয়েশন ফর ওভারসিস টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড সাস্টেনাবল পার্টনারিশিপস (এওটিএস)'র মাধ্যমে জাপান সরকার দেশের উৎপাদনশীল ও সেবাধর্মী প্রতিষ্ঠানে মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছেন। এসব উন্নয়নের সুফল পেতে বিদেশি বিনিয়োগ যেমন দরকার তেমনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাও প্রয়োজন। কারণ দেশে দক্ষ মানবসম্পদ গড়ে না উঠলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে না। তাই চট্টগ্রামের এওটিস অ্যালুমনি সোসাইটির সঙ্গে চিটাগাং চেম্বার যৌথভাবে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে পারে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে