শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

মাইলস্টোন কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

  ২৭ মে ২০২৪, ০০:০০
মাইলস্টোন কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নান্দনিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজ ইংলিশ ক্লাব। গত ২৫ মে উত্তরার ডিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামাল উদ্দিন সেমিনার হলে অনুষ্ঠিত হয় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের মনোজ্ঞ এই আয়োজন। জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরুন নবী (অব.), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। নাচে-গানে আনন্দময় মেধাবীদের মিলনমেলায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল-উত্তরা ৪নং সেক্টর ক্যাম্পাসের অধ্যক্ষ মো. নুরুর রহমান এবং কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের সম্মানীত উপাধ্যক্ষ, পরিচালক এবং সম্মানীত শিক্ষক-শিক্ষিকারা।

মাইলস্টোন কলেজ থেকে এ বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরুন নবী (অব.) এবং বিশেষ অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এখানে উলেস্নখ্য যে, ২০২৪ সালে মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৭৫০ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০% এবং জিপিএ-৫ পেয়েছে ১২৯৮ জন ছাত্রছাত্রী। এটি সর্বাধিক ছাত্রছাত্রী নিয়ে শতভাগ পাসের এক অনন্য দৃষ্টান্ত। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে