শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

জিডিপিতে অবদান থাকলেও অবহেলিত বিলবোর্ড শিল্প

  ২৭ মে ২০২৪, ০০:০০
জিডিপিতে অবদান থাকলেও অবহেলিত বিলবোর্ড শিল্প

রূপায়ণ গ্রম্নপের চেয়ারম্যান ও বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. লিয়াকত আলী খাঁন মুকুল বলেছেন, 'বিপণন ও প্রচারের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি আউটডোর এডভার্টাজিং খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে এই শিল্পের কদর বাড়লেও দেশে এর যথাযথ মূল্যায়ন করা হয়নি। শনিবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত ব্যবসায়ী ফোরাম, বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিলবোর্ড শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ' শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী মো. রাশেদ। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, 'বিলবোর্ড একটা শিল্প। আমরা শিল্পীর মন নিয়ে শৈল্পিক কাজ করি। দেশের জিডিপির প্রবৃদ্ধিতে এই শিল্পের অনেক অবদান রয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন খান, সেলিনা পারভিন, মো. আশরাফ উদ্দিন খাঁন, হাজী মো. সোহরাব উদ্দিন খাঁন, আবুল কালাম আজাদ ফারুক, মো. মারুফ রেজা, নাজমুস সাকিব, জাফর আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে