শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে মিথুন নিটিং

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৬ মে ২০২৪, ০০:০০
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে মিথুন নিটিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ মে) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডগুলোর মধ্যে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২৮.৭৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য ছিল ২৪.৭০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩১.৮০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশনের ২৮.১৩ শতাংশ, ইয়াকিন পলিমারে ২২.৪০ শতাংশ, এক্টিভ ফাইনের ১৪.২৯ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১২.২৩ শতাংশ, অলটেক্সের ৯.৬৮ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮.৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ৮.৭৩ শতাংশ, দুলামিয়া কটনের ৮.২৪ শতাংশ এবং গোল্ডেন জুবেলি মিউচু্যয়াল ফান্ডের ৭.৫১ শতাংশ ইউনিটের দর বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে