সাবিনকোর বার্ষিক সাধারণ সভা

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকার নিকুঞ্জতে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম), সাবিনকো (সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড) ২০২৩ সালের জন্য ১৫০ মিলিয়ন টাকা নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। সভায় সাবিনকো'র পরিচালনগত অবস্থা, হিসাব এবং বিনিয়োগ পর্যালোচনা করা হয় এবং উলেস্নখ করা হয় যে ২০২৩ সালে কোম্পানি ৩৪৩.৩১ মিলিয়ন টাকা নিট মুনাফা অর্জন করে। সাবিনকো একটি যৌথ অংশীদারি ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যার মালিকানা সমভাবে বাংলাদেশ এবং সৌদি সরকারের। মো. জাহিদ হোসেন, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার এবং মোহাম্মদ এইচ আল সোহেল, পরিচালক, সাবিনকো, সৌদি আরব সরকার সভায় নিজ নিজ শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করেন। কোম্পানির চেয়ারম্যান সুলতান আব্দুল রউফ সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সাবিনকো পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত পরিচালক: ডেপুটি চেয়ারম্যান ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সচিব, অর্থ বিভাগ এবং পরিচালক মো. শাহ্‌?রিয়ার কাদের ছিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং সৌদি সরকার কর্তৃক মনোনীত পরিচালক: মোহাম্মদ এইচ আল সোহেল এবং মোহাম্মদ এম আল মালকি। বিজ্ঞপ্তি