বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলও দলের সাক্ষাৎ

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেনের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিনিধিদল ২০মে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি এসএম মান্নানের (কচি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আইএলও প্রতিনিধিদলে ছিলেন বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আনিস আগুং নুগরোহো, প্রোগ্রাম এবং অপারেশন অফিসার লিনিয়া স্ট্র্যান্ড এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সাইদুল ইসলাম। সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি বিজিএমইএ নেতাদের সঙ্গে আইএলও এর নেতৃত্বে চলমান উদ্যোগসমূহের অগ্রগতি, বিশেষ করে বাংলাদেশে তৈরি পোশাককর্মীদের জন্য কাজের পরিবেশ উন্নত করা এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রকল্পের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। বিজিএমইএ কমপেস্নক্সে অনুষ্ঠিত এই বৈঠকে শিল্পের আরও বিকাশের জন্য, ডিউ ডিলিজেন্স ডিরেকটিভের মতো আসন্ন প্রবিধানগুলো অনুসরণ করা এবং কর্মীদের কল্যাণ বাড়াতে কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়ে আইএলও এবং বিজিএমইএ এর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরশাদ জামাল (দীপু), সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি আব্দুলস্নাহ হিল রাকিব, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক শোভন ইসলাম, পরিচালক হারুন আর রশিদ, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক শেহরিন সালাম ঐশী, পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, পরিচালক মো. রেজাউল আলম (মিরু) এবং বিজিএমইএর শ্রম ও আইএলও বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন। বিজ্ঞপ্তি