রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২২ মে ২০২৪, ০০:০০
পুঁজিবাজারে সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭৪ ও ১৯২৯ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৫৯১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচু্যয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৫৬১ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচু্যয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচু্যয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২টি কোম্পানির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির কোম্পানির শেয়ার ও মিউচু্যয়াল ফান্ডের ইউনিটের দর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে