এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন
প্রকাশ | ২১ মে ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য 'জীবনের ক্ষমতায়ন, অগ্রগতি আলিঙ্গন : সবার জন্য ন্যায়সঙ্গত এবং সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা' উদযাপন করেছে। দিবসটি পালনের অংশ হিসেবে ব্যাংকের কর্পোরেট হেড অফিসে, এমটিবি ফাউন্ডেশন কর্তৃক একটি রক্তদান কর্মসূচি আয়োজিত হয় যেখানে উলেস্নখযোগ্যসংখ্যক এমটিবিয়ান অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। এমটিবিয়ানদের কাছ থেকে সংগৃহীত রক্ত বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে চিকিৎসাধীন থ্যালাসেমিয়া রোগীদের প্রয়োজনে ব্যবহার করা হবে। একই সঙ্গে সব এমটিবিয়ানদের মধ্যে থ্যালাসেমিয়া প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং এর চিকিৎসা সম্পর্কে কার্যকর ধারণা সৃষ্টির প্রয়াসে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল আয়োজিতর্ যালিতে এমটিবিয়ানদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি