পাচার হওয়া অর্থ শনাক্তকরণ, তদন্ত করা এবং মামলা পরিচালনার মাধ্যমে ফেরত আনার প্রক্রিয়ায় সাধারণত দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও পুলিশের সিআইডি'র কর্মকর্তারা সম্পৃক্ত থাকেন।
বিদেশে পাচারকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে গঠিত টাস্কফোর্স অর্থ ফেরত আনতে সহায়তাকারী সরকারি কর্মকর্তাদের ফেরত আনা তহবিলের একটি অংশ কমিশন হিসেবে দেওয়ার প্রস্তাব করেছে। একজন অ্যাটর্নি জেনারেলকে আহ্বায়ক করে গঠিত এই টাস্কফোর্স গত ১৭ এপ্রিল এক সভায় বিষয়টি পর্যালোচনা করে একটি সংশোধিত খসড়া আইন প্রণয়ন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) নির্দেশনা দিয়েছে।
আয়কর এবং শুল্ক আইনে বর্ণিত বিধান অনুসারে কমিশন দেওয়া হবে। এজন্য টাস্কফোর্স বিএফআইইউকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-তে প্রাসঙ্গিক ধারাগুলি অন্তর্ভুক্ত করতে বলেছে।