চলতি বছরের এপ্রিলে চীনের পেট্রোল রপ্তানি কমে ২০১৫ সালের পর থেকে সর্বনিম্নে নেমে এসেছে। চীনে সম্প্রতি অভ্যন্তরীণ ভ্রমণ ও জ্বালানির ব্যবহার বেড়েছে। তাই অভ্যন্তরীণ জ্বালানি খাতে পেট্রোলের চাহিদা মেটাতে গিয়ে এটি রপ্তানির পরিমাণ কমেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। শনিবার চীনের শুল্ক বিভাগ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।
শুল্ক বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, এপ্রিলে চীনের পেট্রোল রপ্তানি ৪০ হাজার কোটি টনে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ দশমিক ৮ শতাংশ কম। এ ছাড়া এপ্রিলে চীনের পেট্রোল রপ্তানির এ পরিমাণ চলতি বছরের মার্চের তুলনায় ৬৫ শতাংশ বা ১১ লাখ ৫০ হাজার টন কম।
এ বিষয়ে এনার্জি ট্রানজিশন বিশ্লেষক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির অয়েল অ্যান্ড ক্যামিকেল কনসালট্যান্ট শিকিং জিয়ার জানান, চীনের নাগরিকরা স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে উড়োজাহাজ ব্যবহারের পরিবর্তে গাড়ি ব্যবহার বেশি পছন্দ করছেন। আর এ কারণে জ্বালানি খাতের চাহিদা মেটাতে গিয়ে অভ্যন্তরীণভাবে পেট্রোলের চাহিদা বেড়েছে।
এ ছাড়া চীনের পেট্রোল রপ্তানির এ নিম্নমুখী ধারা চলতি মে মাসেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।