রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ইসলামী ব্যাংকের শরিয়াহ সচেতনতাবিষয়ক ওয়েবিনার

বিজ্ঞপ্তি
  ১৯ মে ২০২৪, ০০:০০
ইসলামী ব্যাংকের শরিয়াহ সচেতনতাবিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র উদ্যোগে 'ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন' শীর্ষক ওয়েবিনার ১৫ মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুলস্নাহ হামযাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং মূল বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুলস্নাহ ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ শাব্বির, কাজি মো. রেজাউল করিম, মিফতাহ উদ্দীন ও ড. মো. আব্দুলস্নাহ আল মামুন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং আইবিটিআরএ'র প্রিন্সিপাল মো. নজরুল ইসলামসহ প্রধান কার্যালয়, আইবিটিআরএ এবং আটটি করপোরেট শাখার ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে