নারীর পাশে আইএফআইসি ব্যাংক ক্যাম্পেইন শুরু

প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ডিজিটাল ট্রান্সফরমেশনের এ যুগে নারীদের প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে ১৪০০(+) শাখা উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে গত ১৭ মে 'বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস'-কে উপজীব্য করে শুরু হলো 'প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক' শীর্ষক বিশেষ ক্যাম্পেইন। গত ১৬ মে, চট্টগ্রামের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দু'টি কম্পিউটার ও ১২০টি বই প্রদানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই ক্যাম্পেইনের। পর্যায়ক্রমে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি