রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৯ মে ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পর্াতে এ প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

শিগগিরই যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতির ডাটা প্রকাশ করার কথা রয়েছে। মূল্যস্ফীতির তথ্যের ওপর নির্ভর করছে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর এ সিদ্ধান্ত। আর ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদহার কমাতে পারে এমন প্রত্যাশা করছেন স্বর্ণের বাজারে বিনিয়োগকারীরা। এ প্রত্যাশার ওপর ভিত্তি করেই টানা দ্বিতীয় সপ্তাহের মতো স্বর্ণের দাম আবার বাড়ল।

স্পট মার্কেটে শুক্রবার স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৯৬ ডলার ৮১ সেন্ট। তবে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল স্বর্ণের দাম স্থিতিশীল ছিল। আউন্সপ্রতি স্বর্ণের দাম ছিল ২ হাজার ৩৮৩ ডলার ২০ সেন্ট। অন্যদিকে চলতি সপ্তাহে এখন পর্যন্ত বুলিয়ানের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

এ বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক অনলাইন ট্রেডিং কোম্পানি আইজি মার্কেট স্ট্র্যাটেজিক ইয়েপ জুন রং বলেন, 'স্বর্ণের বাজারে এখন বড় প্রভাবক হয়ে উঠেছে ভূ-রাজনৈতিক উত্তেজনা। এর সঙ্গে যুক্ত হয়েছে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা। ?তাই স্বর্ণের দামের এ ঊর্ধ্বমুখী ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে।' এছাড়া এ পণ্যের দাম পরবর্তী সময়ে আরও রেকর্ড হারে বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম আগের দিনের তুলনায় দশমিক ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের দাম ৩০ ডলার ৩৯ সেন্টে পৌঁছেছে। পস্নাটিনামের দামও আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ ডলার ৬০ সেন্টে। অন্যদিকে, প্যালাডিয়ামের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কমে ৯৮২ ডলার ৭৭ সেন্টে নেমে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হার চলতি সপ্তাহে আগের তুলনায় দশমিক ৬ শতাংশ কম ছিল। যার কারণে অন্যান্য দেশ তুলনামূলকভাবে কম মূল্যে স্বর্ণ ক্রয় করতে সক্ষম হয়েছে। রয়টার্সের এক জরিপ অনুযায়ী, এপ্রিলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি দশমিক ৩ শতাংশ বেড়েছে। আগের মাসে এ পরিমাণ ছিল দশমিক ৪ শতাংশ। যুক্তরাষ্ট্রে এ মূল্যস্ফীতি চলতি বছর অব্যাহত থাকবে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদহার আরো বাড়াতে পারে এমন কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে