জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে রূপালী ব্যাংকে সভা

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
রূপালী ব্যাংক পিএলসিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে ব্যাংকের প্রধান কার্যালয়ের সাধারণ ব্যাংকিং বিভাগের আয়োজনে বরিশাল শহরস্থ বিডিএস মিলনায়তনে সুশাসন প্রতিষ্ঠার জন্য অংশীজনের অংশগ্রহণে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস ও বিশেষ অতিথি হিসেবে একই বিভাগের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ সভাপতিত্ব করেন। সভায় বক্তারা জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। এতে ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান ও সাধারণ ব্যাংকিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহবুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপক, গ্রাহক ও স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি