মাহবুবুর রহমান ইস্টল্যান্ড ইন্সু্যরেন্সের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত ইস্টল্যান্ড ইন্সু্যরেন্স কোম্পানীর পরিচালনা পর্ষদের সভায় মাহবুবুর রহমানকে পরবর্তী ৩ বছরের জন্য কোম্পানীর চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত করা হয়েছে। তিনি কোম্পানীর উদ্যোক্তা চেয়ারম্যানও। মাহবুবুর রহমান ইস্টল্যান্ড ইন্সু্যরেন্স এবং ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেড (জাতীয় ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি ইটিবিএল হোল্ডিংস লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানসমূহেরও চেয়ারম্যান। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি (১৯৯২-৯৪), ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি (১৯৮৫ ও ১৯৯২) এবং ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১২ সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট শুশিলো ব্যামবাং ইয়োডিইয়োনো কর্তৃক 'প্রেসিডেন্সিয়াল ফ্রেন্ড' হিসাবে সম্মানিত হন। এছাড়া ২০১২ সালে 'উঐখ-ঞযব উধরষু ঝঃধৎ' স্পন্সরকৃত সবচেয়ে সম্মানজনক 'ইধহমষধফবংয ইঁংরহবংং অধিৎফ' হিসাবে পরিচিত 'ঞযব খরভবঃরসব অপযরবাবসবহঃ অধিৎফ' প্রদান করা হয়। ২০১৬ সালে মাহবুবুর রহমানকে বহুল প্রচলিত ইংরেজি জাতীয় দৈনিক ঞযব উধরষু ঝঃধৎ কর্তৃক দেশ বির্নিমাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য 'বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্ব' হিসাবে 'আজীবন সম্মাননা' প্রদান করা হয়। এছাড়াও ২০২৩ সালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর ৫০ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে মাহবুবুর রহমানকে 'ঋইঈঈও ইঁংরহবংং ঊীপবষষবহপব অধিৎফ ২০২৩' সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি