তিন হাজার ২০০ কোটি টাকার তহবিল পাচ্ছে বিএইচবিএফসি

প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
পরিকল্পিত, টেকসই ও পরিবেশবান্ধব আবাসন নির্মাণে ইসলামি শরিয়া ভিত্তিক বিনিয়োগ সহায়তা প্রদানের জন্য ২৭০ দশমিক ৫৭ মিলিয়ন ইউরো বা প্রায় তিন হাজার দুইশ কোটি টাকার তহবিল পাচ্ছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) থেকে এ তহবিল পাবে সংস্থাটি। গত ২৯ এপ্রিল সৌদি আরবের রিয়াদে আইএসডিবি'র বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় বাংলাদেশ সরকার ও আইএসডিবি'র মধ্যে এ মর্মে এক প্রকল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং আইএসডিবি'র পক্ষে এর ভাইস প্রেসিডেন্ট ড. মানসুর মুহতার এ চুক্তিতে স্বাক্ষর করেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রম্নপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের রু্যরাল এন্ড পেরি-আরবান হাউজিং ফাইন্যান্স প্রজেক্টের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে আইএসডিবি'র এ অর্থ পাওয়া যাবে। বিজ্ঞপ্তি