বদলে গেছে ১,২৩০ কৃষকের জীবন

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সরকারের কৃষি বিভাগের যৌথ প্রচেষ্টায় এমন এক অনন্য কৃষি- পদ্ধতি উদ্ভাবিত হয়েছে, যার ফলে এখন থেকে বাংলাদেশের কৃষকরা এমন সব জমিতে ফসল ও শাকসবজি চাষাবাদ করতে পারবেন, যেগুলো সাধারণত জলবায়ুজনিত জলাবদ্ধতার কারণে অব্যবহৃত পড়ে থাকত। দেশের সর্ববৃহৎ কৃষি সম্প্রসারণ সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ফ্লোটিং বেড, ডালি, স্যাক গার্ডেনিং, হোমস্টেড গার্ডেনিং, রুফটপ গার্ডেনিং ইত্যাদি কৃষি-পদ্ধতি চালু করেছে। এর ফলে প্রান্তিক কৃষকরা জলাবদ্ধ ভূমি ব্যবহার করে বিরূপ পরিবেশেও টিকে থাকতে সক্ষম, এ রকম বিভিন্ন জাতের ফসল চাষ করতে পারছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যেই খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বাগেরহাট এবং নাটোরে ১,২৩০ জন কৃষককে এ পদ্ধতিতে সূর্যমুখী, করলা, লাউ, শসা এবং অন্যান্য অর্থকরী ফসল ও সবজি চাষের প্রশিক্ষণ দিয়েছে। এই পদ্ধতিটি কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। কারণ, তারা বছরের আট মাসই জলমগ্ন এসব জমিতে কিছুই চাষ করতে পারত না। কৃষকরা এখন সারা বছরই এসব জলাভূমির ওপর বিশেষ উপায়ে স্থাপনা তৈরি করে সবজি চাষ করতে পারছেন, যা তাদের আর্থিক কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উপকূলীয় অঞ্চলে পতিত জমিতে চাষিরা এখন লবণাক্ততা-সহনশীল সূর্যমুখীর বিভিন্ন জাতও চাষ করছেন। বিজ্ঞপ্তি