কেরানীগঞ্জে অবস্থিত 'বিসিবিএল আগানগর শাখার' অধীন ঢাকা পলস্নী বিদু্যৎ সমিতি-৪ এর পাঁচটি কালেকশন বুথ যথাক্রমে 'ধাঁটিবাজার', 'কলাতিয়া', 'রুহিতপুর', 'শুভাঢ্যা' এবং 'আবদুলস্নাহপুর' এর কার্যক্রম ২৪ এপ্রিল উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আব্দুল কাদের। আঁটিবাজার কালেকশন বুথের গ্রাহক সংখ্যা-৩৬ হাজার ৯৮৫, কলাতিয়া কালেকশন বুথের গ্রাহক সংখ্যা- ৪৪ হাজার ২২৯, রুহিতপুর কালেকশন বুথের গ্রাহক সংখ্যা-২২ হাজার, শুভাঢ্যা কালেকশন বুথের গ্রাহক সংখ্যা-৯৫ হাজার এবং আবদুলস্নাহপুর কালেকশন বুথের গ্রাহক সংখ্যা-৩৮ হাজার। ফলে ঢাকা পলস্নী বিদু্যৎ সমিতি-৪ এর মোট ২ লাখ ৩৬ হাজার ২১৪ জন গ্রাহকের সঙ্গে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সরাসরি সম্পর্ক স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা পলস্নী বিদু্যৎ সমিতি-৪ এর জি এম ইঞ্জিনিয়ার জুলফিকার, আঁটিবাজার জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান, কলাতিয়া জোনাল অফিসের ডিজিএম মোখলেসুর রহমান, আব্দুলস্নাহপুর জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, রুহিতপুর জোনাল অফিসের এজিএম মো. মোস্তাকিম ফয়সাল, ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, শুভাঢ্যা জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার সাইদুর রহমান। বিজ্ঞপ্তি