আন্তর্জাতিক পণ্যবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
প্রকাশ | ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো চলতি বছর থেকে সুদহার কমাতে শুরু করেছে। মূল্যস্ফীতির চাপ অনেকটাই শিথিল হয়ে আসায় এসব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রানীতিতে পরিবর্তন আনছে। ফলে বাড়ছে বিশ্বজুড়ে লেনদেন হওয়া সব ধরনের পণ্যের চাহিদা। এ ধারাবাহিকতায় গত সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল আন্তর্জাতিক বাজার। খবর আনাদোলু এজেন্সি।
বাজার বিশ্লেষকরা জানান, সুদহারের পাশাপাশি ভূরাজনৈতিক ঝুঁকি ও সরবরাহসংক্রান্ত উদ্বেগেও পণ্যের বৈশ্বিক মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা পালন করছে। অর্থনীতিতে টানাপড়েন চললেও চীনে আগামী মাসগুলোয় চাহিদা লক্ষণীয় মাত্রায় বাড়বে বলে মনে করছেন তারা।
ধাতব পণ্য : চীনের গৃহস্থালিগুলোয় সম্প্রতি স্বর্ণের চাহিদা বাড়তে শুরু করেছে। ফলে মূল্যবান ধাতুটির বাজারদর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের বাজারে মার্চে কনজিউমার কনফিডেন্স ইনডেক্স দশমিক ১ শতাংশ কমে ১০৪ দশমিক ৭ পয়েন্টে নেমেছে। এ সূচকে পতন অর্থনীতিতে অনিশ্চয়তার দিকেই ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে। তার ওপর যুক্ত হয়েছে চলমান ভূরাজনৈতিক অস্থিরতাও। এসব বিষয়ও স্বর্ণের দাম কমে যাওয়ার ক্ষেত্রে রসদ জোগাচ্ছে।
আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে স্বর্ণের দাম আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ২৩৩ ডলারে, যা রেকর্ড সর্বোচ্চ। এছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ, প্যালাডিয়ামের দাম ৩ ও পস্নাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
বহুমুখী চ্যালেঞ্জের কারণে তামা উত্তোলন বন্ধ করে দিচ্ছে খনিগুলো। এতে ধাতুটির সরবরাহ উদ্বেগের মুখে। এ কারণে লাফিয়ে বাড়ছে দাম। অন্যদিকে অ্যালুমিনিয়ামের শীর্ষ উৎপাদক চীনে সম্প্রতি বাধার মুখে পড়েছে ধাতুটির উৎপাদন। ইউনান প্রদেশে শুষ্ক আবহাওয়ায় বিপাকে পড়েছেন খাতসংশ্লিষ্টরা। এ কারণে ঊর্ধ্বমুখী চাপে পড়েছে ধাতুটির বাজার।