সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
ঈদ ঘিরে বেড়েছে চাহিদা

জমে উঠেছে গুলিস্তানের নতুন টাকার হাট দাম নিয়ে অসন্তোষ

যাযাদি রিপোর্ট
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
জমে উঠেছে গুলিস্তানের নতুন টাকার হাট দাম নিয়ে অসন্তোষ

মুসলমানদের ঈদ উৎসবের সঙ্গে জড়িয়ে আছে ঈদ সালামির রেওয়াজ, পরিবারের ছোট সদস্যদের খুশি করতে বড়রা দিয়ে থাকেন ঈদ সালামি, আর তা যদি হয় নতুন কচকচে টাকা। তা হলে তো ছোটদের ঈদ আনন্দ বেড়ে যায় বহুগুণ। শুধু শিশুরাই নয় বড়দেরও নতুন নোটে ঈদ সালামি দেওয়ার রীতি দীর্ঘ দিনের। এ কারণে ঈদের আগে চাহিদা বাড়ে নতুন টাকার।

রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটের সিঁড়ির পাস ঘেঁষে ফুটপাতে ওপর বিক্রি হচ্ছে নতুন টাকার নোট। বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, ঈদ ঘিরে জমে উঠেছে নতুন টাকা কেনাবেচা, ব্যবসায়ীরা নতুন নোটের পসরা সাঝিয়ে বসেছেন। বিভিন্ন বয়সি ক্রেতারা ভিড় করছেন নতুন টাকা নিতে। কেউ কেউ আবার পরিবারের ছোট সদস্যদের সঙ্গে নিয়ে পছন্দ মতো কিনে নিয়ে যাচ্ছেন নতুন টাকা।

তেমনি একজন পুরান ঢাকার বাসিন্দা মনির হোসেন, তিনি যায়যায়দিন'কে বলেন, 'বড় ছেলেকে সঙ্গে নিয়ে নতুন টাকা কিনতে এসেছি, প্রতিবছরই নতুন টাকা সংগ্রহ করি। মূলত পরিবারের শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য নতুন নোট কিনে থাকি।'

বিভিন্ন ব্যাংকে নতুন টাকা দেওয়া হচ্ছে গুলিস্তানে কেন বাড়তি দাম দিয়ে নতুন টাকা নিচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, 'ব্যাংকে নতুন টাকা সংগ্রহ করতে হলে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়, তাই সময় বাঁচাতে বাড়তি দাম দিয়ে গুলিস্তান থেকে নতুন টাকা সংগ্রহ করে থাকি।'

নতুন টাকা কিনতে প্রতিবারের মতো এবারও গুলিস্তানে আসেন বেসরকারি চাকরিজীবী মো. আব্দুলস্নাহ, যায়যায়দিন'কে তিনি বলেন, ব্যাংকে অনেক ভিড় থাকে বলে গুলিস্তানে এসে নতুন টাকা কিনেন, তবে এবার বিক্রেতারা অতিরিক্ত দাম চাচ্ছেন। প্রতি বান্ডিল বা ১০০ পিস টাকার দাম (পরিমাণভেদে) ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত বাড়তি নেওয়া হচ্ছে।

তার মতো অনেক ক্রেতার এমন অভিযোগ দাম বৃদ্ধি নিয়ে, তাদের একজন মিরপুর থেকে নতুন টাকা কিনতে আসা আইনজীবী আব্দুর রহিমের, তিনি বলেন গতবার যে দামে নতুন টাকা নিয়েছেন তার চেয়ে এবার দিগুণ দাম দিতে হচ্ছে নতুন টাকা নিতে, এ জন্য সিন্ডিকেটকে দায়ী করেন এ ক্রেতা।

দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে নতুন টাকা ব্যবসায়ী মো. নুরুজ্জামান যায়যায়দিন'কে বলেন, গতবারের তুলনায় প্রতি বান্ডিলে দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। বাজারে পর্যাপ্ত চাহিদা থাকলেও ব্যাংক থেকে তারা নতুন টাকা পাচ্ছেন না, ফলে ঢাকার বাইরে থেকে বাড়তি দাম আনতে হচ্ছে নতুন টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে