টেকসই অর্থায়ন বিষয়ে ইস্টার্ন ব্যাংকের প্রশিক্ষণ সেশন

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
টেকসই অর্থায়ন বিষয়ে জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ২ এপ্রিল গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজস্ব এমপস্নয়ীদের জন্য একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করে। 'নেভিগেটিং সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টিং, ইএসআরএম গাইডলাইন এন্ড গ্রিন ফাইন্যান্স' শীর্ষক সেশনটিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী; যুগ্ম পরিচালক সাখাওয়াত হোসেন, আহমেদ জুবায়ের মাহবুব এবং মো. আবু রায়হান। বক্তারা টেকসই অর্থায়নের বিভিন্ন দিক যেমন, টেকসই বিষয়ে প্রতিবেদন, পরিবেশগত ও সামাজিক বিষয়ক ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা এবং সবুজ পুনঃঅর্থায়ন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইবিএল ব্যাবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার তার বক্তব্যে বলেন, "জলবায়ু পরিবর্তন বিষয়টি ক্রমান্বয়ে তীব্র হয়ে উঠছে এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যাংকগুলোর উচিত অনতিবিলম্বে টেকসই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা। মুনাফা অর্জনের মতোই পরিবেশ ও সমাজের ব্যাপারে আমাদের ভাবতে হবে"। বিজ্ঞপ্তি