সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

হিলিতে বাড়ছে আলুর দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
হিলিতে বাড়ছে আলুর দাম

দিনাজপুরের হিলিতে অব্যাহতভাবে বাড়ছে আলুর দাম। সরবরাহ কমার কারণে পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে দাবি ব্যবসায়ীদের। হিলির বাজারগুলোয় সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪-৫ টাকা করে আলুর দাম বেড়েছে। হিলির কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কোনো দোকানেই মিলছে না ভারতীয় আলু। গত সপ্তাহে কাটিনাল জাতের আলু ২৮ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। এছাড়া গুটি জাতের আলু গত সপ্তাহে ৩৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো দোকানে একই জাতের আলু ৪০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে।

হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, 'কয়েক দিন ধরেই আলুর দাম ঊর্ধ্বমুখী। আমরা এক দামে কিনে নিয়ে আসার পরের দিন আর সেই দামে আলু কিনতে পারছি না। প্রতিদিনই আলুর দাম বাড়ছে। এর মূল কারণ হলো এখনো অনেকেই আলু কোল্ডস্টোরগুলোয় মজুত করে রাখছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে