মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে ভারতে, বেড়েছে আরবে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৯ মার্চ ২০২৪, ০০:০০
বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে ভারতে, বেড়েছে আরবে

চলতি বছর জানুয়ারি মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ কমিয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের শীর্ষ দেশ ভারত। এই কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা চলতি বছর জানুয়ারিতে ভারতে খরচ করেছে ৯৬ কোটি ৫০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এই খরচের পরিমাণ ছিল ১১৫ কোটি ৬০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে। তবে এ সময় আরব আমিরাতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহারে খরচ বাড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর জানুয়ারি মাসে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার। চলতি বছর জানুয়ারি মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৫৩২ কোটি ১০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডে খরচ করেছে ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ কমিয়েছে ৪৭ কোটি ২০ লাখ টাকা।

এদিকে, চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছে। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছে প্রায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা।

ক্রেডিট কার্ডে খরচ পর্যালোচনা করে দেখা গেছে, দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছে ডিপার্টমেন্ট স্টোরে। তারা ডিপার্টমেন্ট স্টোরে জানুয়ারি মাসে ১৮১ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৫৯ কোটি ৫০ টাকা খরচ করেছে। এরপর তারা নগদ টাকা উত্তোলনের মাধ্যমে খরচ করেছে। জানুয়ারিতে বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭ কোটি ৬০ লাখ টাকা নগদ উত্তোলন করেছে। আগের মাসেও প্রায় একই পরিমাণ অর্থ তারা নগদে তুলেছিলেন।

বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাজ্য ও ভারতের নাগরিকরা। এ তিন দেশের নাগরিকরা মিলে গত বছর নভেম্বরে প্রায় ৮৮ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন, যা ওই মাসে মোট খরচের প্রায় ৪৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে