মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

১০১,৯৭,৩৯,৭৯৩ কোটি টাকার মামলা একতরফা রায় ও ডিক্রি

  ২৮ মার্চ ২০২৪, ০০:০০
১০১,৯৭,৩৯,৭৯৩ কোটি টাকার মামলা একতরফা রায় ও ডিক্রি

গত ২৪ মার্চ ব্র্যাক ব্যাংক পিএলসির করা মমলায় অর্থঋণ আদালত, চট্টগ্রাম এ অ্যান্ড বি আউটওয়ার লিমিটেডের মাইকেল কুল চেয়ারম্যান (ডেনমার্ক সিটিজেন), নাজমুল আবেদীন (উকে সিটিজেন) ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট গ্যারান্টরের বিরুদ্ধে খরচসহ ১০১,৯৭,৩৯,৭৯৩/- টাকার একতরফা রায় ও ডিক্রি প্রদান করেন। আদালতের রায় ও ডিক্রির বিষয়টি ব্র্যাক ব্যাংক পিএলসির রিজিয়নাল লিগ্যাল ম্যানেজার মো. আব্দুল মান্নান খান এবং আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেড এ অ্যান্ড বি আউটওয়ার লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট গ্যারান্টরের বিরুদ্ধে অর্থঋণ মামলা নং ২২/২০২০ দায়ের করেন এবং ওই মামলায় অর্থঋণ আদালত, চট্টগ্রাম বিবাদী পক্ষের বিরুদ্ধে একতরফা সূত্রে খরচসহ ১০১,৯৭,৩৯,৭৯৩/- টাকার রায় ও ডিক্রি প্রদান করেন। অর্থঋণ আইন, ২০০৩ এর ৫০(২) ধারা অনুযায়ী বাদী ব্যাংক সুদসহ আইনগত ব্যবস্থা ও ডিক্রিকৃত টাকা বিবাদীপক্ষ হতে আদায় করতে পারবেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে