শুধুমাত্র নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের লক্ষে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে 'তারা উদ্যোক্তা মেলা ২০২৪'। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শন এবং 'মেড ইন বাংলাদেশ' পণ্যের প্রচার ও প্রসারে দুই দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। সারাদেশের ৮৫ জন নারী উদ্যোক্তা এই 'তারা উদ্যোক্তা মেলা ২০২৪' প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ব্যাংকটি নারী উদ্যোক্তাদের জন্য দ্বিতীয়বারের মতো এই পণ্য প্রদর্শনীর আয়োজন করছে, যেখানে উদ্যোক্তারা কোনোপ্রকার খরচ ছাড়াই নিজস্ব স্টল দিতে পারছে। মেলায় অংশ নেওয়া বেশিরভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত। ২৬ মার্চ ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান এবং গ্রিন ডেল্টা ইনসু্যরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী। বিজ্ঞপ্তি