ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দিতে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে একটি 'ক্যারিয়ারটক'-এর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইন্টারেক্টিভ সেশন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে ধারণা দিয়ে থাকে। ক্যারিয়ারটকের আয়োজন এই উদ্যোগেরই অংশ। ৭ হাজার ৮০০ কর্মী নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক হচ্ছে দেশের ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠান। ব্যাংকটি দেশের সেরা মেধাবীদের ব্যাংকিং পেশায় নিয়ে আসতে, তাদের দক্ষতা বাড়াতে এবং তাদের মসৃণ ক্যারিয়ার গ্রোথ নিশ্চিত করতে কাজ করে থাকে। ২৯ ফেব্রম্নয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ প্রতিষ্ঠানের সহকর্মীদের করপোরেট পেশাদার হিসেবে বেড়ে উঠতে এবং তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটাতে ব্যাংকটিতে থাকা বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল করপোরেট-চট্টগ্রাম কায়েস চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে সফল ক্যারিয়ার গঠনে বিভিন্ন টিপসও শেয়ার করেন। বিজ্ঞপ্তি