মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সর্বনিম্ন পর্যায়ে চীনা ইউয়ানের দাম

গতকাল দিনের শুরুতে ডলারের বিপরীতে ইউয়ানের দর গত ১৭ নভেম্বরের পর সর্বনিম্ন ৭ দশমিক ২৪-এ নেমে যায়
অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০
সর্বনিম্ন পর্যায়ে চীনা ইউয়ানের দাম

ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের দরপতন হয়েছে শুক্রবার। ফলে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ইউয়ান। ডলারের বিপরীতে ইউয়ানের মানের যে মনস্তাত্ত্বিক সীমা আছে, তা থেকেও অনেকটা নিচে নেমে গেছে চীনা মুদ্রা। এই পরিস্থিতিতে মুদ্রার দরপতন ঠেকাতে চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হয়েছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির নিয়ন্ত্রণ শিথিল করবে-এমন খবরে ইউয়ানের দরপতন হয়েছে।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, স্পট মার্কেটে ইউয়ানের দর মনস্তাত্ত্বিক সীমা পেরিয়েছে। গতকাল দিনের শুরুতে ডলারের বিপরীতে ইউয়ানের দর গত ১৭ নভেম্বরের পর সর্বনিম্ন ৭ দশমিক ২৪-এ নেমে যায়। চীনে ডলারের বিপরীতে ইউয়ানের ৭ দশমিক ২০ দরকে মনস্তাত্ত্বিক সীমা মনে করা হয়। এলএসএজি এইকন ডেটার তথ্যানুসারে, গতকাল পরের দিকে ডলারে বিপরীতে ইউয়ানের দর ৭ দশমিক ২৩ পর্যন্ত নামে।

এই পরিস্থিতিতে চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ডলার বিক্রি করে ইউয়ান কিনতে শুরু করে। ফলে দিনের শেষভাগে ইউয়ানের দর দাঁড়ায় ৭ দশমিক ২২।

গত তিন মাসে ডলারের বিপরীতে ইউয়ানের দর প্রায় ২ শতাংশ কমেছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির নিয়ন্ত্রণ শিথিল করব্তেবাজারে এমন খবর ছড়িয়ে পড়ায় ইউয়ানের ওপর চাপ বাড়ে। মূলত অর্থনীতির পালে হাওয়া লাগাতে চীনের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির রাশ ছাড়তে যাচ্ছে। অর্থাৎ নীতিসুদ হার কমাতে যাচ্ছে। সেই সঙ্গে জাপানি মুদ্রা ইউয়ান দুর্বল হওয়ার কারণেও চীনের কেন্দ্রীয় ব্যাংক এই পরিস্থিতির মুখে পড়েছে।

সম্প্রতি ১৭ বছর পর নীতিসুদ হার বাড়িয়েছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। তারপরও ডলারের বিপরীতে ইয়েনের দর কমেছে; এ ছাড়া আরও কিছু এশীয় মুদ্রার দরও ডলারের বিপরীতে কমছে। এই পরিস্থিতিতে জেনেভাভিত্তিক ব্যাংক ইউবিপির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কার্লোস কাসানোভা রয়টার্সকে বলেন, এসব কারণে চীনা মুদ্রা ইউয়ানও চাপের মুখে পড়েছে।

কাসানোভা আরও বলেন, বাজারের মতিগতি দেখে মনে হচ্ছে, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস না করা পর্যন্ত ডলারের বিপরীতে এশিয়ার অন্যান্য দেশের মুদ্রার দরপতন হবে। ফেডের নীতিসুদ হ্রাসের দিনটিকে তিনি 'ডি ডে'র (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিম ইউরোপ মুক্ত করার অভিযান; জুন ৬, ১৯৪৪) সঙ্গে তুলনা করেন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ডি ডের যে ভূমিকা ছিল, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ফেডারেল রিজার্ভের নীতিসুদ কমানোর ঘোষণা তার সঙ্গে তুলনীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে