বিনামূল্যে সাইকেল বিতরণ এমটিবি ফাউন্ডেশনের
প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবসে এ বছরের প্রতিপাদ্য 'ইন্সপায়ার ইনক্লুশন' উদযাপন উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি 'স্বপ্ন সারথি' নামক সিএসআর কর্মসূচির আওতায় বগুড়া জেলার ছয়টি বিদ্যালয়ের মেধাবী ও সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করে। 'স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়' এই মটোকে সামনে রেখে এই সিএসআর কর্মসূচিটি পরিচালিত হয় যেন শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে ভৌগোলিক দূরত্ব কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এই কর্মসূচিটি এসডিজি'র ধারা ৩, ৪, ৫ এবং ১০ অর্জনে এমটিবি ফাউন্ডেশনের প্রতিশ্রম্নতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, এমটিবি'র বগুড়া শাখার শাখা ব্যবস্থাপক, কুদরত-ই-খোদা মো. সামিউল করিম ও এমটিবি ফাউন্ডেশনের সহযোগী, গোলাম রাব্বানী। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার, সুমন রঞ্জন সরকার ও বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শাহাদাত আলম। বিজ্ঞপ্তি