কৃষি ঋণ প্রদানে ইবিএল-আইফার্মার চুক্তি
প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান আইফার্মার তালিকাভুক্ত কৃষকদের কৃষি ঋণ অফার করবে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। সম্প্রতি রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এতদ্বসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং আইফার্মার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. ফাহাদ ইফাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ এসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহীম, হেড অফ এসএমই মো. সাবু মুনশী; আইফার্মার ভাইস প্রেসিডেন্ট- ফিল্ড অপারেশন্স ফরহাদ জুলফিকার এবং ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যাডভাইজার ইরফান ইসলাম। বিজ্ঞপ্তি