বিজিএমইএ নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ইন্ডাষ্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির ২০২৪-২৬ মেয়াদে নবনির্বাচিত সভাপতি এসএম মান্নানকে (কচি) অভিনন্দন জানিয়েছে। ১৪ মার্চ উত্তরাস্থ বিজিএমইএ কমপেস্নক্সে নবনির্বাচিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান আইবিসি নেতারা। এ সময় বর্তমান বোর্ডের সহ-সভাপতি (অর্থ) ও নতুন বোর্ডের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং বর্তমান বোর্ডের সহ-সভাপতি এবং নতুন বোর্ডের নবনির্বাচিত সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিনও ছিলেন। আইবিসি নেতাদের মধ্যে ছিলেন আইবিসির সভাপতি এএম নাজিম উদ্দিন; আইবিসির সাধারণ সম্পাদক মো. শহীদুলস্নাহ বাদল; বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ও লেদার ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ; বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রমিক ফেডাশেনের সাধারণ সম্পাদক বাবুল আখতার; বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স লীগের সভাপতি জেড এম কামরুল আনাম; বাংলাদেশ বিপস্নবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দীন স্বপন; বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি রুহুল আমিন; বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি চন্দন কুমার দে; স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ; ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স সাধারণ সম্পাদক চায়না রহমান বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান; জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম; গার্মেন্টস টেক্সটাইল ওয়ার্কার্স লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন; ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম; একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি