সৌদিতে বাংলাদেশি রাষ্ট্রদূত ও সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মধ্যে মতবিনিময়
প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের মধ্যে এক মতবিনিময় সভা হয়েছে ১৩ মার্চ। সৌদিতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূতের সঙ্গে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। সৌদিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জীবনমান উন্নত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ দূতাবাস কিভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং সৌদি আরবের ব্যাংকগুলোর সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের জন্য সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়। এ ছাড়া সৌদিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা খোলার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিকে আরও সহজে ব্যাংকিং সুবিধা প্রদান করার বিষয়েও দ্বিপাক্ষিক আলোচনা হয়। বিজ্ঞপ্তি