ঊর্ধ্বমুখিতায় সপ্তাহ শেষ জ্বালানি তেলের বাজার
২০২৪ সালে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা দৈনিক ১৩ লাখ ব্যারেল করে বাড়বে, যা গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় দৈনিক ১ লাখ ১০ হাজার ব্যারেল বেশি
প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০
অর্থ-বাণিজ্য ডেস্ক
আন্তর্জাতিক বাজারে শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। তবে ৩ শতাংশ ঊর্ধ্বমুখিতায় সপ্তাহ শেষ করতে যাচ্ছে পণ্যটির বাজার। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জ্বালানি তেলের চাহিদা পূর্বাভাস সংশোধন করে বাড়ানোয় সপ্তাহজুড়ে দাম বাড়ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে মজুত কমার প্রভাবও রয়েছে। খবর রয়টার্স।
আইসিই ফিউচারস ইউরোপে গতকাল একদিনের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহমূল্য ৫৯ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৪ ডলার ৮৩ সেন্টে। গত বৃস্পতিবার প্রতি ব্যারেল ৮৫ ডলারে উঠেছিল, যা গত নভেম্বরের পর সর্বোচ্চ।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) দাম ৫৬ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮০ ডলার ৭০ সেন্টে।
জ্বালানি তেলের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা ভান্ডানা হারি বলেন, '?চার মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর এখন অপরিশোধিত জ্বালানি তেলের ভবিষ্যৎ সরবরাহমূল্য কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে দাম কমার মাত্রা খুবই সীমিত।'
গত মাসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৮০-৮৪ ডলারের মধ্যেই ওঠানামা করেছিল। তবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ চাহিদা পূর্বাভাস বাড়ানোর পর এ ধারায় ভাটা পড়ে। নভেম্বরের পর থেকে এ নিয়ে টানা চতুর্থবারের মতো ২০২৪ সালের চাহিদা পূর্বাভাস বাড়াল সংস্থাটি। লোহিত সাগরে সংঘাতের কারণে বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই চাহিদা পূর্বাভাস বাড়ানো হচ্ছে। ফলে ধারাবাহিকভাবে বাড়ছে দাম।
আইইএর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা দৈনিক ১৩ লাখ ব্যারেল করে বাড়বে, যা গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় দৈনিক ১ লাখ ১০ হাজার ব্যারেল বেশি। সাধারণত ডলারের বিনিময় হার বাড়লে অন্য মুদ্রার ক্রেতাদের কাছে অপরিশোধিত জ্বালানি তেল তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়ে। এতে চাহিদা দুর্বল হয়ে পড়ে। ফলে দাম কমে যায়। তবে সম্প্রতি ডলারের বিনিময় হার বেড়ে প্রায় দুই মাসের সর্বোচ্চ পৌঁছলেও অন্যান্য বাজার প্রবণতার কারণে জ্বালানি তেলের দাম না কমে উল্টো বাড়ছে।