স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপের চিত্র প্রদর্শনী
প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ফ্রেন্ডশিপ যৌথভাবে 'পানি, আলো এবং আশা' শীর্ষক একটি বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। গত ৬ মার্চ রাজধানীর গ্যালারি ১০১ এ এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়। চলবে আজ ৮ মার্চ পর্যন্ত। এই প্রদর্শনীতে যমুনা ও ব্রহ্মপুত্রের চরের প্রান্তিক নারীদের ক্ষমতায়ন, উদ্যোগ এবং উন্নয়ন স্থান পায়। এই চিত্র প্রদর্শনীতে প্রান্তিক চরাঞ্চলের নারীদের সংগ্রাম, দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়া এবং দৈনন্দিন চ্যালেঞ্জগুলো কাটিয়ে সাফল্যের গল্প উঠে এসেছে। এতে তাদের আর্থিক স্বচ্ছলতা ও স্বাধীনতা, নতুন দক্ষতা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগের জরুরি পরিস্থিতিতে অংশগ্রহণের চিত্রও ফুটে উঠেছে। চিত্র প্রদর্শনী সম্পর্কে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, "এগুলো শুধু ছবি নয়। এগুলো শুধু গল্পও নয়। এই ফটোগ্রাফগুলো কিছু অবিশ্বাস্য নারীর জীবনের বাস্তবতাকে তুলে ধরে, তাদের সাহস, দৃঢ়তা এবং মর্যাদার কথা বলে। এগুলো পানি, আলো এবং আশার মধ্যে জীবনের গল্প।" বিজ্ঞপ্তি