রূপালী ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালিত
প্রকাশ | ০৭ মার্চ ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি'র উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। সোমবার গত ৪ মার্চ দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আর্থিক সাক্ষরতা দিবসের কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর। দিবসটি উপলক্ষে একটির্ যালি বের করা হয়। প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বাড়ানো, আমানত, ঋণ, অভিযোগ নিষ্পত্তি ও আমানত সুরক্ষার মতো বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক নানা ব্যানার ও ফেস্টুন হাতে কর্মকর্তা-কর্মচারীরার্ যালিতে অংশ নেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও কাজী আবদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশিদ, ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, তানভীর হাসনাইন মঈন, সালামুন নেছা ও এসএম দিদারুল ইসলামসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি