সোনালী ব্যাংক ও মেঘনা ব্যাংকের মধ্যে সেবা কার্যক্রম চালু

প্রকাশ | ০৭ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মেঘনা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'গবমযহধচধু ডধষষবঃ' এবং ইন্টারনেট ব্যাংকিং পোর্টালের মাধ্যমে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে সেবা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গত পাঁচ মার্চ রাজধানীর একটি হোটেলে সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং মেঘনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান কেক কেটে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী ও পারসুমা আলম, মেঘনা ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও কিমিয়া সাদাত এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে গত ৩০ জানুয়ারি সোনালী ব্যাংক পিএলসি ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি