পুরানা পল্টন শাখায় রূপালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু
প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০ | আপডেট: ০৬ মার্চ ২০২৪, ০০:০৫
প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহ্ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। সারাদেশে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালু করার অংশ হিসেবে রাজধানীর পুরানা পল্টন করপোরেট শাখায় এই কার্যক্রম চালু করেছে ব্যাংকটি। ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ইসলামিক ব্যাংকিং উইন্ডো কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন, গ্রাহকদের ব্যাপক আগ্রহের কারণে অচিরেই রূপালী ব্যাংক সারাদেশে ইসলামিক ব্যাংকিংসেবা প্রদান করবে। ইতোমধ্যে আমরা রূপালী সদন করপোরেট শাখা ঢাকায় এই কার্যক্রম চালু করেছি এবং আজ থেকে পুরানা পল্টন করপোরেট শাখা থেকেও আমাদের গ্রাহকরা এই সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিংসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এ জন্য রূপালী ব্যাংক প্রযুক্তিভিত্তিক বিভিন্ন পণ্য নিয়ে গ্রাহককে সেবা দিবে। এমডি আরও বলেন, গত বছর রূপালী ব্যাংক সাত গুণ মুনাফার প্রবৃদ্ধি নিয়ে সব সূচকে সবার শীর্ষে ছিল। বিজ্ঞপ্তি