বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন সেবাপণ্য

  ০৫ মার্চ ২০২৪, ০০:০০
সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন সেবাপণ্য

ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন সেবাপণ্য 'এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন'। দেশের তরুণ সমাজ যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সহজে দেশে আনার সুযোগ করে দিতে, তথ্য প্রযুক্তি খাতের সৃজনশীল উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে সোশ্যাল ইসলামী ব্যাংক 'এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন' নামে নতুন এই সেবাপণ্য চালু করেছে। ৩ মার্চ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নতুন এই সেবাপণ্যটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুলস্নাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে