শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন অসীম কুমার সাহা

  ০৪ মার্চ ২০২৪, ০০:০০
মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন অসীম কুমার সাহা

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন অসীম কুমার সাহা। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ট্রেজারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৪ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে অসীম কুমার সাহা দেশের বিভিন্ন বেসরকারি ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রাইভেট বন্ড এবং ইকু্যইটি মার্কেট বিষয়ে বিশেষজ্ঞ এই ব্যাংকারের পান্ডিত্য রয়েছে গভর্নমেন্ট সিকিউরিটিজ, লোকাল অ্যান্ড ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট, এএলএম অ্যানালাইসিস এবং রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে।

১৯৯০ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে এনসিসি ব্যাংকে যোগ দিয়ে ২০ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ট্রেজারি হিসেবে মার্কেন্টাইল ব্যাংকে যোগদান করেন। এই সময়ে তিনি অ্যাসেট লায়বিলিটি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট কমিটি, ক্রেডিট কমিটি ও এসএমটিতে নীতি নির্ধারণী দায়িত্বে নিয়োজিত ছিলেন। অসীম কুমার সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বাংলাদেশে বন্ড অ্যান্ড ইকু্যইটি মার্কেটের সমৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলংকা, হংকং এবং ইন্দোনেশিয়ায় পেশাগত ট্রেনিংয়ে অংশ নেন। রেজিস্টার্ড ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অসীম কুমার সাহা পিডিবিএল-এর টেকনিক্যাল কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২-২৩ মেয়াদে তিনি বাফেদার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে